যিহোশূয় 19:18 - পবিত্র বাইবেল18 এদের দেওয়া হয়েছিল যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তাদের সীমার মধ্যে পড়লো যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাদের এলাকায় অন্তর্ভুক্ত ছিল: যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18-19 যিষ্রিয়েল, কাসুল্লোৎ, শুনেম, হফারায়িম, শিয়োন অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18-19 যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, হফারয়িম, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, অধ্যায় দেখুন |
রাজা যোরাম অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় অরামীয় সেনাবাহিনীর হাতে আহত হয়েছিলেন। তিনি (এ সময়) তাঁর ক্ষতস্থানের শুশ্রূষার জন্য যিষ্রিয়েলে ছিলেন। যেহূ উপস্থিত রাজকর্মচারীদের সবাইকে বললেন, “তোমরা যদি সত্যি সত্যিই নতুন রাজা হিসেবে আমাকে মেনে নিয়ে থাকো, তাহলে খেয়াল রেখো কেউ যেন শহর থেকে পালিয়ে যিষ্রিয়েলে গিয়ে এ খবর দিতে না পারে।”