Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:17 - পবিত্র বাইবেল

17 দেশের চতুর্থ অংশ দেওয়া হয়েছিল ইষাখর পরিবারগোষ্ঠীকে। প্রত্যেক পরিবারই জমির ভাগ পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশের লোকদের নামে উঠলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 চতুর্থ গুটিকাপাতের দানটি উঠল নিজেদের গোত্র অনুসারে ইষাখর গোষ্ঠীর নামে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 চতুর্থবার পাশার দান ফেলে ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের জন্য এলাকা নির্দিষ্ট করা হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের নামে উঠিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 পরে গুলিবাঁট অনুযায়ী চতুর্থ অংশ ইষাখরের নামে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানদের নামে উঠল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:17
8 ক্রস রেফারেন্স  

এই হল সবূলূনের শহরসমূহ আর মাঠঘাট। এই পরিবারের প্রত্যেকেই এইসব জায়গার ভাগ পেয়েছিল।


এদের দেওয়া হয়েছিল যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,


যাকোব এবং লেয়ার পুত্ররা হল: যাকোবের প্রথম জাত পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।


“ইষাখর খচ্চরের মত কঠিন পরিশ্রম করেছে। ভারী বোঝা বহন করার পর সে বিশ্রাম করবে।


কিন্তু কোন্ পরিবার জমির কোন্ অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে। প্রত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে।


ইষাখরের প্রদেশকর্তা ছিলেন পারূহের পুত্র যিহোশাফট।


শিমিয়োন গোষ্ঠীর 12,000 লেবি গোষ্ঠীর 12,000 ইষাখর গোষ্ঠীর 12,000


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন