Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 18:22 - পবিত্র বাইবেল

22 বৈৎ‌-অরাবা, সমারয়িম, বৈথেল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 বৈৎ-অরাবা, সমারয়িম, বেথেল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 বেথ-অরাবা, সমারয়িম, বেথেল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যিরিহো, বেথ-হগ্‌লা, এমেক-কেশিশ, বেথ-আরাবা, সেমারায়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 এমক-কশিশ, বৈৎ-অরাবা, সমারয়িম,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 বৈৎ-অরাবা, সমারয়িম, বৈথেল,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 18:22
10 ক্রস রেফারেন্স  

অবিয় ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে সমারয়িম পাহাড়ের ওপর দাঁড়িয়ে বললেন, “যারবিয়াম আর ইস্রায়েলের অন্য সবাই, তোমরা আমার কথা শোনো।


এই সীমা বৈৎ‌-অরাবার উত্তরদিকে খাড়ি পর্যন্ত এসে যর্দন উপত্যকায় নেমে গেছে।


তারপর উত্তরের সীমা বৈৎ‌-হগ্লা হয়ে বৈৎ‌-অরাবা পর্যন্ত গেছে। সীমা আরও গেছে বোহনের পাথরের দিকে। (বোহন হচ্ছে রূবেণের পুত্র।)


অর্বদীয় জনগোষ্ঠী, সমারীয় জনগোষ্ঠী এবং হমাতীয় জনগোষ্ঠী কনান থেকে উদ্ভুত হয়। পরে কনানীয় গোষ্ঠীগুলি পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল।


প্রত্যেক পরিবারই জমি-জায়গা পেয়েছিল। এইসব হচ্ছে তাদের শহর: যিরীহো, বৈৎ‌-হগ্লা, এমক-কশিশ,


অব্বীম, পারা, অফ্রা,


দক্ষিণে লূস (বৈথেল) পর্যন্ত সীমানা গেছে। তারপর সীমা গেছে অষ্টারোৎ-অদ্দরের দিকে। অষ্টারোৎ-অদ্দর হচ্ছে নিম্ন বৈৎ‌-হোরোণের দক্ষিণে পাহাড়ী জায়গায়।


অর্বতীয় অবি-যলবোন; বরহূমীয় অস্মাবৎ;


গেবা থেকে বিন্যামীন পরিবারের উত্তরপুরুষরা মিক্‌মস, অয়াত, বৈথেল এবং তার চারপাশের ছোট শহরগুলিতে থাকতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন