যিহোশূয় 17:10 - পবিত্র বাইবেল10 দক্ষিণ দিকের জমি জায়গা ছিল ইফ্রয়িমের। উত্তরদিকটা ছিল মনঃশির দখলে, পশ্চিম সীমা ভূমধ্যসাগর। এই সীমানা উত্তর দিকে আশেরদের দেশ পর্যন্ত এবং পূর্বদিকে ইষাখরের দেশ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 দক্ষিণ দিকে আফরাহীম ও উত্তর দিকে মানশার অধিকারে ছিল এবং সমুদ্র তার সীমা ছিল; তারা উত্তর দিকে আশের ও পূর্ব দিকে ইষাখরের পার্শ্ববর্তী ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 দক্ষিণ দিকের দেশটি ছিল ইফ্রয়িমের অধিকারভুক্ত, যা মনঃশির উত্তর দিকে অবস্থিত ছিল। মনঃশির এলাকা ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাল এবং উত্তর দিকে আশের ও পূর্বদিকে ইষাখর তার সীমানা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 স্রোতের দক্ষিণ তীর ইফ্রয়িম গোষ্ঠীর ও উত্তর তীর ছিল মনঃশি গোষ্ঠীর অধিকারে এবং এদের এলাকা বিস্তৃত ছিল ভূমধ্যসাগর পর্যন্ত। এদের উত্তর দিকে ছিল আশের ও পূর্ব দিকে ইষাখর গোষ্ঠীর এলাকা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 দক্ষিণদিকে ইফ্রয়িমের ও উত্তরদিকে মনঃশির অধিকার ছিল, এবং সমুদ্র তাহার সীমা ছিল; তাহারা উত্তরদিকে আশেরের ও পূর্ব্বদিকে ইষাখরের পার্শ্ববর্ত্তী ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 দক্ষিণ দিকে ইফ্রয়িমের ও উত্তরদিকে মনঃশির অধিকার ছিল এবং মহাসমুদ্র তার সীমা ছিল; তারা উত্তর দিকে আশেরের ও পূর্ব দিকে ইশাখরের পাশে ছিল। অধ্যায় দেখুন |