Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:51 - পবিত্র বাইবেল

51 গোশন, হোলোন এবং গীলো। মোট 11টি শহর ও তাদের চারিদিকের মাঠঘাট।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

51 গোশন, হোলোন ও গীলো; স্ব স্ব গামের সঙ্গে এগারটি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

51 গোশন, হোলোন ও গীলো—এগারোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

51 হোলোন ও গিলো। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ মোট এগারোটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

51 হোলোন ও গীলো; স্ব স্ব গ্রামের সহিত এগারটী নগর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

51 গোশন, হোলোন ও গীলো; তাদের গ্রামের সঙ্গে এগারটি নগর।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:51
6 ক্রস রেফারেন্স  

এইভাবে যিহোশূয় সমগ্র দেশের সমস্ত লোককে পরাজিত করেছিলেন। পাহাড়ি দেশ নেগেভ, সমগ্র গোশন অঞ্চল, পশ্চিমদিকের পাহাড়তলি, যর্দন উপত্যকা, ইস্রায়েলের সমস্ত পাহাড় পর্বত এবং সেগুলোর কাছাকাছি সমস্ত পাহাড় এই সবই তাঁর অধীনে এলো।


যিহোশূয় কাদেশ-বর্ণেয় থেকে ঘসা পর্যন্ত সমস্ত শহর অধিকার করেছিলেন। মিশরের গোশন থেকে গিবিয়োন পর্যন্ত সমস্ত শহর তিনি অধিকার করেছিলেন।


অহীথোফল দায়ূদের অন্যতম একজন পরামর্শদাতা ছিল। অহীথোফল ছিল গীলো শহরের লোক। অবশালোম যখন উৎসর্গ নিবেদন করেছিল তখন সে অহীথোফলকে তার শহর গীলো থেকে ডেকে পাঠাল। অবশালোমের ফন্দি খুব ভালভাবেই কার্যকরী হয়েছিল এবং বহু লোক তাকে সমর্থন করেছিল।


অনাব, ইষ্টিমোয়, আনীম,


যিহূদার বাসিন্দারা এইসব শহরও পেয়েছিল: অরাব, দূমা, ইশিয়ন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন