Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:42 - পবিত্র বাইবেল

42 যিহূদার লোকরা এইসব শহরও পেয়েছিল: লিব‌্না, এথর, আশন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

42 লিব্‌না, এথর, আশন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

42 লিব্‌না, এথর, আশন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

42 লিব্‌না, এথর, আশোন, যিপ্তহ্, অশ্‌না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

42 লিব্‌না, এথর, আশন, যিপ্তহ, অশ্‌না,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

42 লিবনা, এথর, আশন,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:42
8 ক্রস রেফারেন্স  

তারপর লোকদের নিয়ে যিহোশূয় মক্কেদা থেকে বেরিয়ে পড়লেন। তারা লিব‌্নাতে গিয়ে সেই শহর আক্রমণ করল।


অর্থাৎ‌ ইদোমীয়রা যিহূদার শাসন থেকে ভেঙ্গে বেরিয়ে এলো এবং আজ পর্যন্ত তারা স্বাধীন আছে। একই সময় লিব‌্নাও যিহূদার শাসন থেকে বেরিয়ে এসেছিল।


তারা আরও যে সব শহর পেয়েছিল সেগুলো হচ্ছে: ঐন, রিম্মোণ, এখর এবং আশন। চারপাশের মাঠঘাট নিয়ে চারটে শহর। এছাড়া তারা বালৎ-বের (নেগেভের রামো) পর্যন্ত সমস্ত শহরের চারপাশের মাঠ-ঘাট পেল।


লিবনার রাজা অদুল্লমের রাজা


গদেরোৎ‌, বৈৎ‌-দাগোন, নয়মা এবং মক্কেদা। মোট 16টি শহর আর তার চারপাশের মাঠঘাট।


যিপ্তহ, অশ্না, নৎসীব,


সেই জন্য তারা হারোণের উত্তরপুরুষদের হিব্রোণ শহরটা দিয়ে দিয়েছিল। (হিব্রোণ ছিল নিরাপদে বাস করার শহর।) এছাড়াও তারা হারোণের উত্তরপুরুষদের দিয়েছিল লিব‌্নার অন্তর্গত শহরগুলো,


হর্ম্মা, কোর-আশন, অথাক,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন