Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:31 - পবিত্র বাইবেল

31 সিক্লগ, মদ্‌মন্ন, সন্‌সন্না,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 সিক্লগ, মদ্‌মন্না, সন্‌সন্না,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 ইলতোলদ, কেসিল, হর্মা, সিক্‌লগ, মদ্‌মন্না, সন্‌সন্না, লবায়োৎ, শিল্‌হিম, ঐন ও রিম্মোন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 ইল্‌তোলদ, কসীল, হর্মা, সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না, লবায়োৎ, শিল্‌হীম, ঐন ও রিম্মোণ;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:31
7 ক্রস রেফারেন্স  

সেদিন আখীশ দায়ূদকে সিক্লগ শহরে পাঠালেন। সেহেতু সিক্লগ আজ পর্যন্ত যিহূদা রাজাদের শহর হয়ে আছে।


তৃতীয় দিনে দায়ূদ সিক্লগে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তারা দেখল অমালেকীয়রা সিক্লগ শহর আক্রমণ করেছে। তারা নেগেভ অঞ্চলে হানা দিয়েছিল। সিক্লগ শহর তারা পুড়িয়ে ছারখার করে দিয়েছিল।


দায়ূদ যখন কীশের পুত্র শৌলের ভয়ে গা ঢাকা দিয়েছিলেন তখন যে সমস্ত যোদ্ধারা সিক্লগে তাঁর কাছে এসেছিল এটি হল তাদের তালিকা। তারা দায়ূদকে যুদ্ধে সাহায্য করেছিল।


সিক্লগ, বৈৎ‌-মর্কাবোৎ, হৎসর-সূষা,


ইল্তোলদ, কসীল, হর্মা,


লবায়োৎ, শিল‌্হীম, ঐন এবং রিম্মোণ। মোট 29টি শহর এবং সেখানকার সব মাঠঘাট।


এছাড়াও মাখার শাফ ও শিবা নামে দুই পুত্র ছিল। শাফের পুত্রের নাম মদ্মন্না আর শিবার পুত্রদের নাম ছিল মক্বেনার ও গিবিয়া। কালেবের কন্যার নাম ছিল অক্ষা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন