যিহোশূয় 15:12 - পবিত্র বাইবেল12 ভূমধ্যসাগর যিহূদার দেশের পশ্চিম দিকে এই চৌহদ্দির মধ্যেই যিহূদার দেশ। যিহূদার পরিবারগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্র্যন্ত। নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদা-বংশের লোকদের চারদিকের সীমা ছিল এই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 পশ্চিম সীমানা হল ভূমধ্যসাগরের উপকূল এলাকা। গোষ্ঠী অনুসারে এই হল যিহূদা সন্তানদের চারপাশের সীমানা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 এর পশ্চিম সীমা ভূমধ্যসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকাটি ছিল যিহুদা গোষ্ঠীর বিভিন্ন পরিবারের অধিকারভুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর পশ্চিম সীমা মহা সমুদ্র ও তাহার অঞ্চল পর্য্যন্ত। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের চতুর্দ্দিক্স্থিত সীমা এই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্যন্ত। নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের চারিদিকের সীমা এই। অধ্যায় দেখুন |