যিহোশূয় 13:4 - পবিত্র বাইবেল4 এখনও তোমাকে কনানদের দেশের দক্ষিণে অব্বীয়র লোকদের পরাজিত করতে হবে। তোমাকে মিয়ারা পরাজিত করতে হবে, যেটা অফেক পর্যন্ত সীদোনীয়দের অধিকৃত, যেটি ইমোরীয়দের সীমানা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর দক্ষিণ দিকস্থ অব্বীয়দের দেশ, কেনানীয়দের সমস্ত দেশ ও আমোরীয়দের সীমাস্থিত অফেক পর্যন্ত সীদোনীয়দের অধীন মিয়ারা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 অব্বীয়দের এলাকা; সীদোনীয়দের আরা থেকে অফেক পর্যন্ত ও ইমোরীয়দের সীমানা পর্যন্ত বিস্তৃত কনানীয়দের দেশ; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 দক্ষিণে অব্বীয়দের এলাকা, কনানীদের সমগ্র অঞ্চল, ইমোরীদের সীমান্তে অবস্থিত অফেক পর্যন্ত বিস্তৃত নিম্ন অঞ্চল যা সীদোনীদের অধিকারভুক্ত, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর দক্ষিণদিক্স্থ অব্বীয়দের দেশ, কনানীয়দের সমস্ত দেশ, ও ইমোরীয়দের সীমাস্থিত অফেক পর্য্যন্ত সীদোনীয়দের অধীন মিয়ারা; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আর দক্ষিণ দিকে অব্বীয়দের দেশ, কনানীয়দের সমস্ত দেশ ও ইমোরীয়দের সীমায় অবস্থিত অফেক পর্যন্ত সীদোনীয়দের অধীনে মিয়ারা; অধ্যায় দেখুন |