যিহোশূয় 12:22 - পবিত্র বাইবেল22 কেদশের রাজা কর্ম্মিলস্থ যক্লিয়ামের রাজা অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেদশের এক জন বাদশাহ্, বাদশাহ্, কর্মিলস্থ যক্মিয়ামের এক জন বাদশাহ্, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 কেদশের রাজা একজন কর্মিলে যক্নিয়ামের রাজা একজন অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কেদেশের রাজা, কারমেলের অন্তর্গত যোক্নিয়ামের রাজা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 দোর উপগিরিতে স্থিত দোরের এক রাজা, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কেদশের এক রাজা, কর্মিল উপস্থিত যক্লিয়ামের এক রাজা, অধ্যায় দেখুন |
মরুভূমি পরিপূর্ণ হবে ফুলের বাগানে এবং নিজের খুশীর কথা প্রকাশ করবে। মনে হবে যেন মরুভূমি আনন্দে নাচছে। মরুভূমি উত্তর ইস্রায়েলের পাইন গাছের জন্য বিখ্যাত লিবানোনের বনাঞ্চলের মতোই সুন্দর হয়ে উঠবে। মরুভূমি মনোরম হয়ে উঠবে কর্মিল পাহাড় ও শারোণ উপত্যকার মতো। এটা ঘটবে কারণ সব লোক প্রভুর অপার মহিমা দেখতে পাবে। আমাদের ঈশ্বরের সৌন্দর্য মানুষ দেখতে পাবে।
লেবীয় গোষ্ঠীর অন্য শাখা হচ্ছে মরারি পরিবার। তারা পেয়েছিল এইসব শহর: সবূলূন পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল যক্লিয়াম, কার্ত্তা, দিম্না এবং নহলোল। সবূলূন মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ দিয়েছিল। রূবেণ পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল বেৎসর, যহস, কদেমোৎ, মেফাৎ। রূবেণ মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ দিয়েছিল। গাদ পরিবারগোষ্ঠীর কাছ থেকে পাওয়া গেল গিলিয়দের অন্তর্গত রামোৎ। (রামোৎ ছিল নিরাপত্তার শহর।) তাছাড়া মহনয়িম, হিষ্বোণ এবং যাসের। গাদ মোট চারটি শহর আর পশুদের জন্য শহরের লাগোয়া মাঠ দিয়েছিল।