Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:18 - পবিত্র বাইবেল

18 অফেকের রাজা লশারোণের রাজা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 অফেকের এক জন বাদশাহ্‌, লশারোণের এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 অফেকের রাজা একজন লশারোণের রাজা একজন

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 আফেরের রাজা, লাশারোণের রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 অফেকের এক রাজা, লশারোণের এক রাজা, মাদোনের এক রাজা, হাৎসোরের এক রাজা,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 অফেকের এক রাজা, লশারোণের এক রাজা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:18
7 ক্রস রেফারেন্স  

দেশ রুগ্ন ও মৃতপ্রায়। লিবানোন মারা যাচ্ছে। শারোণ উপত্যকা শুষ্ক ও শূন্য। একদা বাশন ও কর্মিলে সুন্দর গাছ জন্মাত, কিন্তু এখন শুকনো ও শূন্য।


শমূয়েলের খবর সমস্ত ইস্রায়েলে জানাজানি হয়ে গেল। এলি খুব বৃদ্ধ হয়ে গেল। তার পুত্ররা প্রভুর চোখের সামনে অন্যায় চালিয়ে যেতে থাকল। সেই সময় পলেষ্টীয়রা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ল। ইস্রায়েলীয়দের তাঁবু পড়ল এবন্ এষরে। পলেষ্টীয়রা তাঁবু গাড়ল অফেকে।


তাছাড়া উম্মা, অফেক এবং রহোব এইসব অঞ্চল। মোট 22টি শহর আর তাদের চারপাশের মাঠঘাট।


এখনও তোমাকে কনানদের দেশের দক্ষিণে অব্বীয়র লোকদের পরাজিত করতে হবে। তোমাকে মিয়ারা পরাজিত করতে হবে, যেটা অফেক পর্যন্ত সীদোনীয়দের অধিকৃত, যেটি ইমোরীয়দের সীমানা।


মাদোনের রাজা হাৎসোরের রাজা


পলেষ্টীয়রা অফেকে সৈন্য জড়ো করল। ইস্রায়েলীয়রা তাঁবু গাড়ল যিষ্রিয়েল ঝর্ণার পাশে।


ইলীশায় বললেন, “পূর্বদিকের জানালাটা খুলে দাও।” কথা মতো যিহোয়াশ জানালা খুলে দিলেন। ইলীশায় নির্দেশ দিলেন, “তীর নিক্ষেপ কর।” যিহোয়াশ তীর ছুঁড়লেন। তখন ইলীশায় বলে উঠলেন, “ঐ তীর হল প্রভুর বিজয় বাণ! অরামের বিরুদ্ধে বিজয় বাণ! তুমি অবশ্যই অফেকে অরামীয়দের যুদ্ধে হারাতে ও ধ্বংস করতে পারবে।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন