যিহিষ্কেল 40:8 - পবিত্র বাইবেল8 তারপর সেই পুরুষটি বারান্দাটি মাপলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর তিনি এবাদতখানার দিকে দ্বারের বারান্দাটি মাপলেন, তা এক নল হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তারপর তিনি দ্বারের বারান্দা মাপলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8-9 তিনি ঘরটি মাপলেন। দেখা গেল, ঘরটি প্রস্থে আট হাত। এটি ছিল দেউড়ির শেষ প্রান্তে। এর পরেই মন্দির। এর অপর প্রান্ত যে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে সেই দেওয়ালগুলির দুহাত পুরু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর তিনি গৃহের দিকে দ্বারের বারাণ্ডা এক নল মাপিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তিনি দরজার বারান্দা মাপলেন; এটা ছিল এক লাঠি লম্বা। অধ্যায় দেখুন |