যিহিষ্কেল 40:30 - পবিত্র বাইবেল30 বারান্দাটি প্রস্থে 25 হাত ও দৈর্ঘ্যে 5 হাত ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর চারদিকে মণ্ডপ ছিল, তা পঁচিশ হাত লম্বাও পাঁচ হাত চওড়া। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 (ভিতরের উঠানের প্রবেশদ্বারের বারান্দার মাপ ছিল পঁচিশ হাত লম্বা ও পাঁচ হাত চওড়া) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর চারিদিকে মণ্ডপ ছিল, তাহা পঁচিশ হস্ত দীর্ঘ ও পাঁচ হস্ত প্রস্থ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 আর ভিতরের দরজার চারিদিকে বারান্দা ছিল, তা পঁচিশ হাত দীর্ঘ ও পাঁচ হাত প্রস্থ। অধ্যায় দেখুন |