যিহিষ্কেল 4:6 - পবিত্র বাইবেল6 “সেই সময়ের পর তুমি 40 দিন ধরে ডানপাশ ফিরে শুয়ে থাকবে। এই সময় তুমি যিহূদার পাপ 40 দিন ধরে বইবে। এক দিন এক বছরের সমান। আমি বলছি যিহূদা কত কাল শাস্তি ভোগ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 সেসব সমাপ্ত করার পর তুমি তোমার ডান পাশে শয়ন করবে এবং এহুদা-কুলের অপরাধ বহন করবে; আমি চল্লিশ দিন, এক এক বছরের জন্য এক এক দিন, তোমার জন্য রাখলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 “এটি শেষ হলে, তুমি আবার শোবে, এবারে ডান পাশ ফিরে শোবে এবং যিহূদা কুলের শাস্তি বহন করবে। আমি তোমার জন্য 40 দিন নির্ধারণ করলাম, প্রত্যেক বছরের জন্য একদিন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এই পর্ব শেষ হলে তুমি ডান দিকে ফিরে শোবে। এবার তোমাকে যিহুদীয়ার অপরাধের জন্য চল্লিশ দিন দণ্ডভোগ করতে হবে। তাদের জন্য দণ্ডভোগের একটি বছর হবে একটি দিনের সমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সেই সকল সমাপ্ত করিলে পর তুমি আপন দক্ষিণ পার্শ্বে শয়ন করিবে, এবং যিহূদা-কুলের অপরাধ বহন করিবে; আমি চল্লিশ দিন, এক এক বৎসরের নিমিত্ত এক এক দিন, তোমার জন্য রাখিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 যখন তুমি এই সব দিন গুলো শেষ করবে, তখন দ্বিতীয়বার তোমার ডানদিকে শোবে, কারণ তুমি যিহূদা-কুলের পাপ বহন করবে চল্লিশ দিনের র জন্য; এক এক বৎসরের জন্য এক এক দিন তোমার জন্য রাখলাম। অধ্যায় দেখুন |