যিহিষ্কেল 37:10 - পবিত্র বাইবেল10 তাই প্রভু যেমনটি বলেছিলেন, তাঁর হয়ে আমি বাতাসের সাথে সেই ভাবেই কথা বললাম আর সেই মৃতদেহগুলির মধ্যে আত্মা এল। তারা জীবনে ফিরে এসে উঠে দাঁড়াল—সে এক বিশাল সেনাদল! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তখন, তিনি আমাকে যে হুকুম দিলেন, সেই অনুসারে আমি ভবিষ্যদ্বাণী বললাম; তাতে রূহ্ তাদের মধ্যে প্রবেশ করলো এবং তারা জীবিত হল ও নিজ নিজ পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে এক বিশাল বাহিনী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 সেইজন্য তাঁর আদেশমতোই আমি ভবিষ্যদ্বাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকল; তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল, তারা ছিল এক বিরাট সৈন্যদল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আমি উচ্চারণ করলাম দৈববাণী, সঙ্গে সঙ্গে শ্বাসবায়ু সঞ্চারিত হল দেহগুলিতে। সঞ্জীবিত হল তারা, উঠে দাঁড়াল। বিশাল এক সৈন্যবাহিনী গড়ে তোলার পক্ষে এদের সংখ্যা যথেষ্টই ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তখন, তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, তদনুসারে আমি ভাববাণী বলিলাম; তাহাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল, এবং তাহারা জীবিত হইল, ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল; সে অতিশয় মহতী বাহিনী। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, সেই অনুসারে আমি ভাববাণী বললাম; তাতে আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা জীবিত হল ও নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে খুব বিরাট বাহিনী। অধ্যায় দেখুন |