যিহিষ্কেল 36:2 - পবিত্র বাইবেল2 তাদের কাছে বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘শত্রু তোমার বিরুদ্ধে মন্দ কথা বলেছে। তারা বলেছে, বাহ! এখন প্রাচীন পর্বতগুলো আমাদের হবে!’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দুশমন তোমাদের বিরুদ্ধে বলেছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলীগুলো আমাদের অধিকার হল;’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, শত্রুরা তোমার বিরুদ্ধে বলেছে, “বাঃ! পুরানো উঁচু জায়গাগুলি আমাদের দখলে এসে গেছে।” ’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজিকে বল: আমি, সর্বাধিপতি প্রভু যা তাদের বলছি, সেই কথা তোমরা শোন। ইসরায়েলের শত্রুরা উল্লসিত হয়ে বলছে, সুপ্রাচীন পর্বতমালা এবার আমাদের কুক্ষিগত! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, শত্রু তোমাদের বিরুদ্ধে বলিয়াছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলী সকল আমাদের অধিকার হইল;’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 প্রভু সদাপ্রভু এই কথা বলেন, শত্রু তোমাদের বিষয়ে বলেছে, বাহবা! সেই প্রাচীন উচ্চস্থান সব আমাদের অধিকার হল। অধ্যায় দেখুন |
প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমি প্রতিশ্রুতি করছি, আমি আমার অন্তর্জ্বালায় কথা বলব। দেখব যেন ইদোম ও অন্য জাতিরা আমার ক্রোধ অনুভব করতে পারে। ঐ জাতিগণ তাদের নিজেদের স্বার্থে আমার দেশ হস্তগত করেছে। এই দেশের প্রতি ঘৃণা প্রকাশ করার দিনগুলো তাদের ভালোই কেটেছে। সেই দেশ তারা কেবল ধ্বংস করার জন্যই অধিকার করেছিল!”