যিহিষ্কেল 35:2 - পবিত্র বাইবেল2 “মনুষ্যসন্তান, সেয়ীর পর্বতের দিকে তাকাও এবং আমার হয়ে তার বিরুদ্ধে কথা বল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হে মানুষের সন্তান, তুমি সেয়ীর পর্বতের বিরুদ্ধে মুখ রাখ, তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “হে মানবসন্তান, তুমি তোমার মুখ সেয়ীয় পাহাড়ের বিরুদ্ধে রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হে মর্ত্যমানব, ইদোম দেশকে ধিক্কার দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 হে মনুষ্য-সন্তান, তুমি সেরীয় পর্ব্বতের বিরুদ্ধে মুখ রাখ, তাহার বিরুদ্ধে ভাববাণী বল; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 হে মানুষের সন্তান, তুমি সেয়ীর পর্বতের বিরুদ্ধে মুখ রাখ এবং ভাববাণী বল। অধ্যায় দেখুন |
প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমি প্রতিশ্রুতি করছি, আমি আমার অন্তর্জ্বালায় কথা বলব। দেখব যেন ইদোম ও অন্য জাতিরা আমার ক্রোধ অনুভব করতে পারে। ঐ জাতিগণ তাদের নিজেদের স্বার্থে আমার দেশ হস্তগত করেছে। এই দেশের প্রতি ঘৃণা প্রকাশ করার দিনগুলো তাদের ভালোই কেটেছে। সেই দেশ তারা কেবল ধ্বংস করার জন্যই অধিকার করেছিল!”