Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 27:3 - পবিত্র বাইবেল

3 সোরের সম্বন্ধে এই কথাগুলি বলো: ‘সোর, তুমি হলে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া পথ। সমুদ্রের উপকূল বরাবর বহু উপজাতির জন্য তুমি বণিক। প্রভু, আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: “‘সোর তুমি নিজেকে খুব সুন্দরী ভাব!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 টায়ারকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনী, অনেক উপকূলবর্তী জাতিদের বণিক, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে টায়ার, তুমি বলছো, আমি পরমাসুন্দরী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সোরকে বলো, সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, অনেক উপকূলে জাতিগণের বণিক, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘হে সোর, তুমি বলো, “আমি সৌন্দর্যে নিখুঁত।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যে নগরী সাগর উপকুলে অবস্থিত এবং উপকুলবাসীর সঙ্গে সে ব্যবসা-বাণিজ্য করে। সর্বাধিপতি প্রভুর বাণী তার কাছে উচ্চারণ কর: হে টায়ার, তুমি তোমার অনিন্দ্যনীয় রূপের জন্য অহঙ্কার করতে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সোরকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনি, অনেক উপকূলে জাতিগণের বণিক্‌, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, তুমি বলিতেছ, আমি পরমসুন্দরী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সোরকে বল, হে সমুদ্রের প্রবেশের জায়গার নিবাসিনি অনেক উপকূলে জাতিদের বনিক প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, তুমি বলছ, আমি পরমসুন্দরী।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 27:3
15 ক্রস রেফারেন্স  

ভূমধ্যসাগর তোমার শহরের সীমা। তোমার নির্মাতারা তোমাকে সত্যিই সুন্দরী করে গড়েছিল। সেই জাহাজগুলোর মতন, যারা তোমা হতে পাড়ি দেয়।


পৃথিবীর সমস্ত মানুষ তার অসৎ যৌন পাপের মদিরা ও ঈশ্বরের রোষ মদিরা পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে; আর পৃথিবীর ব্যবসায়ীরা তার অসংযত বিলাসিতার সুবাদে ধনবান হয়ে উঠেছে।”


তোমার সম্বন্ধে তারা এই শোকগাথা গাইবে: “‘সোর, তুমি একটি বিখ্যাত শহর ছিলে। তুমি বিখ্যাত ছিলে এখন তুমি সব হারিয়েছ! তুমি সমুদ্রে বলবান ছিলে আর তোমার মধ্যে বসবাসকারী লোকরাও তাই ছিল। মূল ভূখণ্ডে বাসকারী সবাই তোমার ভয়ে ভীত ছিল।


সমুদ্রের ওপরেও প্রভু তাঁর বাহু প্রসারিত করেছেন। সোরের বিরুদ্ধে যুদ্ধ করতে অন্যান্য রাজ্যগুলিকে তিনি একত্রিত করছেন। প্রভু কনানকে তার নিরাপদ জায়গা সোরকে ধ্বংস করার আদেশ দিয়েছেন।


সিয়োন থেকে দীপ্তিমান ঈশ্বর অসীম সুন্দর!


ঈশ্বর বললেন, “কিন্তু তুমি তোমার সৌন্দর্যের ওপর নির্ভর করতে শুরু করলে। তোমার সুনাম ব্যবহার করতে শুরু করলে ও আমার প্রতি অবিশ্বস্ত হলে। যেই যায় তার সঙ্গে তুমি বেশ্যার মত ব্যবহার করলে। তুমি তাদের সকলের কাছে নিজেকে বিকিয়ে দিলে!


নবূখদ্‌রিৎসরের লোকরা তোমাদের ধন দৌলত ছিনিয়ে নিয়ে যাবে। তোমরা যা বিক্রী করতে চেয়েছিলে তাও তারা নিয়ে যাবে। তারা তোমাদের প্রাচীরগুলো ও মনোরম বাড়িগুলোকে ধ্বংস করবে এবং তোমাদের পাথর, তোমাদের কাঠ এবং তোমাদের মাটি সমুদ্রে ফেলে দেবে।


দূর দেশ থেকে আসা এক জাহাজের মতো সে বাড়ির জন্য বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন