যিহিষ্কেল 23:11 - পবিত্র বাইবেল11 “তার ছোট বোন অহলীবা এসব ঘটতে দেখেও তার বোনের চাইতে বেশী পাপ করে চলল, অহলার চাইতেও সে আরও অবিশ্বস্ত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 এসব দেখেও তার বোন অহলীবা তার কামাসক্তিতে তার চেয়েও, হ্যাঁ, পতিতাবৃত্তিতে সেই বোনের চেয়েও বেশি ভ্রষ্ট হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 “তার বোন অহলীবা এসব দেখেছিল, তবুও তার কামনা এবং বেশ্যাবৃত্তির কারণে সে তার বোনের চেয়ে আরও বেশি চরিত্রহীন ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 এতসব দেখেও, তার বোন অহলিবা অহলার চেয়ে বন্য উদ্দাম হয়ে উঠল, পতিতাবৃত্তির চরমে গিয়ে পৌঁছাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 এই সকল দেখিয়াও তাহার ভগিনী অহলীবা আপন কামাসক্তিতে তাহা অপেক্ষা, হাঁ, বেশ্যাক্রিয়ায় সেই ভগিনী অপেক্ষা অধিক ভ্রষ্ট হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 এই সব দেখেও তার বোন অহলীবা নিজের কামাসক্তিতে তার থেকে, হ্যাঁ, বেশ্যাক্রিয়ায় সেই বোনের থেকেও বেশি ভ্রষ্ট হল। অধ্যায় দেখুন |