যিহিষ্কেল 22:18 - পবিত্র বাইবেল18 “মনুষ্যসন্তান, রূপোর তুলনায় পিতল, লোহা, সীসা এবং টিন মূল্যহীন। স্বর্ণকার আগুন দিয়ে রূপো খাঁটি করে; রূপো তাপে গলে গেলে তা থেকে খাদ আলাদা করে। ইস্রায়েল জাতি আমার কাছে সেই অব্যবহার্য্য খাদের মত হয়ে উঠেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 হে মানুষের সন্তান, ইসরাইল-কুল আমার কাছে খাদস্বরূপ হয়েছে; তারা সকলে হাপরের মধ্যে ব্রোঞ্জ, দস্তা, লোহা ও সীসার মত; তারা রূপার খাদের মত হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “হে মানবসন্তান, ইস্রায়েল কুল আমার কাছে খাদের মতো হয়েছে; তারা সবাই যেন রুপো খাঁটি করবার সময় হাপরের মধ্যে খাদ হিসেবে পড়ে থাকা পিতল, দস্তা, লোহা ও সীসা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 মর্ত্যমানব, ইসরায়েলীদের দিয়ে আমার আর কোন কাজ হবে না। রূপো, তামা, সীসে, লোহা চুল্লীতে গলিয়ে ছেঁকে নেওয়ার পর যে আবর্জনা বার হয়—ওরা সেইরকম আবর্জনার মত হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে খাদস্বরূপ হইয়াছে; তাহারা সকলে হাপরের মধ্যে পিত্তল, দস্তা, লৌহ ও সীসস্বরূপ; তাহারা রৌপ্যের খাদস্বরূপ হইয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 মানুষের সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে আবর্জনার মত হয়েছে; তারা সকলে হাফরের মধ্যে পেতল, দস্তা, লোহা ও সীসার; তারা রূপার আবর্জনা তোমার অগ্নিকুন্ডে। অধ্যায় দেখুন |