Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 17:8 - পবিত্র বাইবেল

8 সেই দ্রাক্ষালতা উত্তম ভূমিতে রোপণ করা হয়েছিল। প্রচুর জলের কাছে তা রোপণ করা হয়েছিল। তাতে শাখা ও ফল হতে পারত। তা উত্তম দ্রাক্ষালতা হতে পারত।’”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 সে প্রচুর পানির কাছে উর্বরা ভূমিতে রোপিত হয়েছিল, সুতরাং বহুশাখায় ভূষিতা ও ফলবতী হয়ে উৎকৃষ্ট আঙ্গুরলতা হতে পারত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 প্রচুর জলের পাশে ভালো মাটিতে তাকে লাগানো হয়েছিল যাতে সে অনেক ডাল বের করতে পারে, ফল ধরাতে পারে ও সুন্দর দ্রাক্ষালতা হয়ে উঠতে পারে।’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 কিন্তু চারাটিকে তো উর্বরা, সজলভূমিতে রোপণ করা হয়েছিল, যাতে সেটি বড় হয়, ছেয়ে যায় লতায়-পাতায়, ভরে ওঠে ফল-সম্ভারে, রূপের মাধুরীতে অপরূপা হয়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 সে জলরাশির নিকটে উর্ব্বরা ভূমিতে রোপিত হইয়াছিল, সুতরাং বহুশাখায় ভূষিতা ও ফলবতী হইয়া উৎকৃষ্ট দ্রাক্ষালতা হইতে পারিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 সে জলরাশির কাছে উর্বরা জমিতে রোপিত হয়েছিল, সুতরাং প্রচুর ডালে উত্পন্ন হয়ে ও ফলবতী হয়ে উৎকৃষ্ট আঙ্গুরলতা হতে পারত।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 17:8
4 ক্রস রেফারেন্স  

তারপর দীর্ঘ ডানা বিশিষ্ট আর একটি ঈগল সেই দ্রাক্ষালতা দেখতে পেল। এই ঈগলের দেহে ছিল অসংখ্য পালক। ঐ দ্রাক্ষালতা চাইল যেন নতুন ঈগলটি তার যত্ন নেয়। তাই সে তার মূল এই ঈগলের দিকে বাড়তে দিল। তার শাখাগুলি সেই ঈগলের দিকে সোজা হয়ে গেল। যে জমিতে রোপণ করা হয়েছিল সেখান থেকে শাখাগুলো অনেক দূরে চলে গেল। দ্রাক্ষালতা চাইল যেন নতুন ঈগল তাতে জল সেচ করে।


প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন: “তোমার কি মনে হয় সেই গাছ কৃতকার্য হবে? না! নতুন ঈগলটি তা মাটি থেকে তুলে ফেলবে। আর পাখিটি সেই গাছের মূলগুলো ভেঙ্গে ফেলবে। সে সব দ্রাক্ষাগুলো খেয়ে নেবে। তখন নতুন পাতাগুলি কুঁকড়ে যাবে। গাছটি খুবই দুর্বল হয়ে পড়বে। গাছটিকে শিকড় সমেত উপড়ে ফেলে দিতে বলবান বাহুর বা পরাক্রমী জাতির প্রয়োজন হবে না।


জলে সেই গাছের বৃদ্ধি হত। গভীর নদী সেই বৃক্ষকে আরো লম্বা করেছিল। যেখানে বৃক্ষটি রোপণ করা হয়েছিল সেই জায়গারই কাছাকাছি নদীটি বয়ে যেত। এবং নদীটির সেই ভাগ থেকে ছোট ছোট জলধারা ঐ জমির অন্যান্য গাছগুলির কাছে বয়ে যেত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন