Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 17:4 - পবিত্র বাইবেল

4 সেই ঈগল এরস গাছের মাথা ভেঙে তা কনানে নিয়ে এল। সেই ঈগল ব্যবসায়ীদের শহরে সেই শাখা রাখল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সে তার উঁচু ডালের অগ্রভাগ কেটে বাণিজ্যের দেশে নিয়ে গিয়ে বণিকদের একটি নগরে রাখল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সেটি ভাঙল ও ব্যবসায়ীদের দেশে বয়ে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের নগরে লাগিয়ে দিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 নিয়ে গেল সেটি বণিকের দেশে, কলম করে রোপণ করল এক বণিক-শহরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সে তাহার পল্লবের অগ্রভাগ কাটিয়া বাণিজ্যের দেশে লইয়া গিয়া বণিকদের এক নগরে রাখিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সে তার ডালের ডগা কাটল এবং কনান দেশে নিয়ে গেল; সে বণিকদের শহরে রোপণ করল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 17:4
10 ক্রস রেফারেন্স  

পৃথিবীর সমস্ত মানুষ তার অসৎ যৌন পাপের মদিরা ও ঈশ্বরের রোষ মদিরা পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে; আর পৃথিবীর ব্যবসায়ীরা তার অসংযত বিলাসিতার সুবাদে ধনবান হয়ে উঠেছে।”


বাবিল তুমি গভীর জলের কাছে বাস করো। কোষাধ্যক্ষদের সঙ্গে সঙ্গে তুমিও ধনী, কিন্তু তোমার সমাপ্তি সমাগত। এটাই তোমার ধ্বংসের সময়।


যে সব ব্যাপারের জন্য তুমি এত কঠিন পরিশ্রম করলে তার প্রতিটি বিষয়ে এটি ঘটবে। যে সব লোকদের সঙ্গে তুমি তোমার যৌবনকাল থেকে ব্যবসা করেছ, তারাও তোমাদের ত্যাগ করে যাবে। প্রত্যেকেই চলে যাবে তার নিজের পথ ধরে এবং তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না।”


প্রভু, ইস্রায়েলের পবিত্রতম, তোমাদের ত্রাণকর্ত্তা বলেন, “আমি বাবিলে তোমাদের জন্য সেনা পাঠাব। সমস্ত তালাবন্ধ ফটক আমি ভেঙে ফেলব এবং কল‌্দীয়দের গানগুলি বিলাপে পর্যবসিত হবে।


তাদের বল: এই হচ্ছে যা আমার প্রভু, আমার সদাপ্রভু বলেন: “‘একটা বড় ঈগল তার বড় বড় পাখা সমেত লিবানোনে এল। সেই ঈগলের ডানাগুলি বহু বর্ণে রঞ্জিত ছিল।


তারপর ঈগলটি কনান থেকে কিছু বীজ নিয়ে এল। সে তাদের ভাল জমিতে রোপণ করল। সে তাদের একটি ভালো নদীর তীরে একটি বাইশী গাছের মত রোপন করল। উত্তম নদীর তীরে লাগাল।


অশূরীয় হল লিবানোনের একটি এরস বৃক্ষের মত। তার শাখাসকল সুন্দর, ঘন ছায়া বিশিষ্ট আর দৈর্ঘ্যে বেশ লম্বা হওয়ায় তার মাথা ছিল মেঘের মধ্যে!


যিহূদার রাজা যিহোয়াখীন, তাঁর মা, সেনাপতিদের, নেতাদের ও আধিকারিকদের সকলকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে বাবিলরাজ তাঁকে বন্দী করেন। নবূখদ্‌নিৎ‌সরের শাসন কালের অষ্টম বছরে এই ঘটনা ঘটেছিল।


প্রভু আমাকে এই জিনিসগুলি দেখিয়ে ছিলেন: আমি ডুমুর ভর্ত্তি দুটি ঝুড়ি দেখেছিলাম প্রভুর মন্দিরের সামনে রাখা আছে। বাবিলের নবূখদ্‌রিৎসর যখন যিকনিয়কে বন্দী করে নিয়ে গিয়ে ছিলেন তখন আমার এই স্বপ্নদর্শন হয়েছিল। রাজা যিহোয়াকীমের পুত্র যিকনিয় ও তার গুরুত্বপূর্ণ সভাসদবৃন্দদের জেরুশালেম থেকে গ্রেপ্তার করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। যিহূদার সমস্ত ছুতোর ও কানাদেরও নবূখদ্‌রিৎসর বাবিলে নিয়ে এসেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন