যিহিষ্কেল 13:4 - পবিত্র বাইবেল4 “‘ইস্রায়েল তোমার ভাববাদীরা পোড়ো বাড়ীর মধ্যে দৌড়ে যাওয়া শিয়ালের মতো হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে ইসরাইল, তোমার নবীরা উৎসন্ন স্থানের শিয়ালদের মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 হে ইস্রায়েল, তোমার ভাববাদীরা ধ্বংসস্থানের শিয়ালদের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে ইসরায়েল জাতি, বিধ্বস্ত নগরীর ভগ্নাবশেষের মধ্যে যে শিয়ালগুলো থাকে, তোমাদের নবীরা তাদের মতই অপদার্থ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে ইস্রায়েল, তোমার ভাববাদিগণ উৎসন্ন স্থানের শৃগালদের তুল্য। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ইস্রায়েল, তোমার ভাববাদীরা পতিত জমির শিয়ালের মত। অধ্যায় দেখুন |