যিহিষ্কেল 11:13 - পবিত্র বাইবেল13 আমি যেই ঈশ্বরের কথা বলা শেষ করলাম, বনায়ের পুত্র প্লটিয় মারা গেল। আমি মাটিতে পড়ে গেলাম। উপুড় হয়ে মাটিতে মুখ ঠেকিয়ে জোরে কেঁদে উঠে আমি বললাম, “হে প্রভু, আমার সদাপ্রভু, আপনি কি অবশিষ্ট ইস্রায়েলীয়দের সবাইকেই সম্পূর্ণভাবে ধ্বংস করবেন?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর আমি ভবিষ্যদ্বাণী বলছিলাম, এমন সময়ে বনায়ের পুত্র প্লটিয় মারা গেল। তখন আমি উবুড় হয়ে চিৎকার করে কান্নাকাটি করলাম, বললাম, হায়, সার্বভৌম মাবুদ! তুমি কি ইসরাইলের অবশিষ্টাংশকে নিঃশেষে সংহার করবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 এখন আমি যখন ভাববাণী বলছিলাম, বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। আমি তখন উবুড় হয়ে পড়ে উঁচু স্বরে কেঁদে কেঁদে বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের বাকি লোকদের সবাইকে শেষ করে দেবে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমি যখন দৈববাণী উচ্চারণ করছিলাম, সেই সময় প্লটিয় হঠাৎ সেখানে পড়ে মারা গেল। তখন আমি মাটিতে আছড়ে পড়ে চীৎকার করে কেঁদে বললাম, হায় প্রভু পরমেশ্বর, ইসরায়েলের মধ্যে বাকী যে কজন আছে, তাদেরও তুমি কি এইভাবেই ধ্বংস করবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর আমি ভাববাণী বলিতেছিলাম, এমন সময়ে বনায়ের পুত্র প্লটিয় মরিল। তখন আমি উপুড় হইয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিলাম, বলিলাম, হায়, প্রভু সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের অবশিষ্টাংশকে নিঃশেষে সংহার করিবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এটা এভাবে এসেছিল যে আমি ভাববাণী বলছিলাম, এমন দিনের বনায়ের ছেলে প্লটিয় মরল। তখন আমি উপুড় হয়ে খুব জোরে চিত্কার করলাম এবং বললাম, হায়, প্রভু সদাপ্রভু। তুমি কি ইস্রায়েলের বাকি অংশকে ধ্বংস করবে? অধ্যায় দেখুন |