যিহিষ্কেল 10:9 - পবিত্র বাইবেল9 তারপর আমি সেখানে চারটি চাকা দেখতে পেলাম। প্রতিটি করূব দূতের পাশে একটি করে চাকা। চাকাগুলিকে স্বচ্ছ হলুদ রঙের বৈদুর্য্যমণির মতো দেখাচ্ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, এক জন কারুবীর পাশে একটি চাকা, অন্য কারুবীর পাশে অন্য চাকা, এভাবে চার জন কারুবীর পাশে চারটি চাকা; ঐ চাকাগুলোর আভা বৈদুর্ষমণির প্রভার মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 পরে আমি তাকিয়ে করূবদের প্রত্যেকের পাশে একটি করে মোট চারটি চাকা দেখতে পেলাম; চাকাগুলি বৈদূর্যমণির মতো চকমক করছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9-10 সেই সঙ্গে দেখি, চারটি প্রাণীর প্রত্যেকের পাশে একই রকমের একটি করে চাকা রয়েছে। চাকাগুলি দামী পাথরের মত জ্বলজ্বল করছিল এবং সেগুলির মধ্যে আড়াআড়ি করে লাগানো আর একটি চাকা, যেন যেদিকে প্রয়োজন, না ঘুরে তারা সেইদিকেই যেতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক করূবের পার্শ্বে এক চক্র, অন্য করূবের পার্শ্বে অন্য চক্র, এইরূপে চারি করূবের পার্শ্বে চারি চক্র; ঐ চক্র সকলের আভা বৈদুর্য্যমণির প্রভার ন্যায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সুতরাং আমি দেখলাম এবং দেখ! চারটি চাকা করুবদের পাশে প্রত্যেক করূবের পাশে একটি চাকা, ঐ চাকাগুলোর রূপ দেখতে পান্না পাথরের মতো। অধ্যায় দেখুন |