Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 7:25 - পবিত্র বাইবেল

25 যেখানে এক সময় লোকে পরিশ্রম করে খাদ্য উৎপন্ন করত, সেই পাহাড়গুলি আগাছা এবং কাঁটায় ভরে যাবে এবং সেখানে আর কেউ কখনও যাবে না। শুধুমাত্র মেষ এবং ষাঁড় সেখানে অবাধে বিচরণ করতে পারবে।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 এবং যেসব পার্বত্য-ভূমি কোদাল দ্বারা খনন করা যায়, সেসব স্থানে কাঁটাঝোপের ও কাঁটার ভয়ে তুমি গমন করবে না; তা বলদের চরাণিস্থান ও ভেড়ার পদতলে দলিত হবার স্থান হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 যে সমস্ত পাহাড়ি এলাকা কোদাল দিয়ে চাষ করা হবে, তোমার সেখানকার শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের ভয়ে সেখানে যাবে না; সেগুলি হবে গৃহপালিত পশুর চারণভূমি ও মেষাদির ছুটে বেড়ানোর স্থান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 যে সমস্ত পাহাড়ের গায়ে ফসল ফলতো, সেখানে কাঁটাগাছে এমন ভরে যাবে যে, কোন লোক সেখানে আর যেতে সাহস করবে না। এইস্থান হবে পশুপালের চারণভূমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 এবং যে সকল পার্ব্বত্য-ভূমি কোদালি দ্বারা খনন করা যায়, সেই সকল স্থানে শ্যাকুলের ও কাঁটার ভয়ে তুমি গমন করিবে না; তাহা বলদের চরাণিস্থান ও মেষের পদতলে দলিত হইবার স্থান হইবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 যে সব পাহাড়ী জায়গা কোদাল দিয়ে খোঁড়া যায় সেই সব জায়গায় কাঁটাঝোপের ও কাঁটার ভয়ে তুমি যাবে না; তা গরুর চরার জায়গা ও মেষের চরার জায়গা হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 7:25
8 ক্রস রেফারেন্স  

মেষপালক ও তাদের মেষের জন্য সমুদ্রের ধারে তোমাদের দেশ শূন্য মাঠ হয়ে যাবে।


লোকরা অরোয়ের শহরগুলি ত্যাগ করে পালাবে। এইসব খালি শহরে মেষের পাল যেখানে সেখানে অবাধে ঘুরে বেড়াতে পারবে। তাদের বিরক্ত করা বা ভয় দেখানোর কেউ থাকবে না।


ঈশ্বর ইস্রায়েলের অধিবাসীদের দেশ ছাড়া করবেন। দেশ খালি হয়ে যাবে। মেষরা ইচ্ছামতো যেখানে খুশী ঘুরে বেড়াতে পারবে। একদা ধনী লোকের মালিকানাধীন জমি-জায়গাতে মেষ চরে বেড়াবে।


তারা মরুভূমির জলস্রোতের পাশে, পাথুরে গভীর খাদে, ঝোপঝাড়ে এবং জলময় গর্তের কাছে চাক বাঁধবে।


দেশ বন্য হয়ে উঠবে এবং শিকার ক্ষেত্রে পরিণত হবে।


প্রভু ইস্রায়েলকে বহু জিনিস দিয়েছেন। তিনি এমনই এক মেষপালকের মতন, যিনি তাঁর মেষগুলোকে প্রচুর ঘাসে ভরা মাঠে নিয়ে যান; কিন্তু ইস্রায়েল হচ্ছে জেদী। ইস্রায়েল ঠিক একটা বাছুরের মতো যে বারবার ছুটে পালায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন