যিশাইয় 57:20 - পবিত্র বাইবেল20 কিন্তু দুষ্ট লোকরা ঠিক একটি ক্রুদ্ধ সমুদ্রের মতো। তারা শান্ত ও শান্তিপ্রিয় হতে পারে না। তারাও সমুদ্রের মতো ক্রুদ্ধ। এবং সমুদ্রের মতো তারাও কাদাকে আলোড়িত করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 কিন্তু দুষ্টরা আলোড়িত সমুদ্রের মত, তা তো স্থির হতে পারে না ও তার পানিতে পাঁক ও কাদা ওঠে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 কিন্তু দুষ্ট মানুষেরা তরঙ্গবিক্ষুব্ধ সমুদ্রের মতো, যা কখনও স্থির থাকে না, যার তরঙ্গগুলি কেবলই পঙ্ক ও কর্দম নিক্ষেপ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 কিন্তু দুষ্টেরা অশান্ত সমুদ্রের মত, যে সমুদ্র তরঙ্গের আলোড়ন কখনও শান্ত হয় না, যা তুলে আনে, শুধু পাঁক ও আর্বজনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 কিন্তু দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য, তাহা ত স্থির হইতে পারে না, ও তাহার জলে পঙ্ক ও কর্দ্দম উঠে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 কিন্তু দুষ্টেরা আন্দোলিত সমুদ্র এবং এর জল পাঁক ও কাদা ওপরে ওঠায়। অধ্যায় দেখুন |