যিশাইয় 51:10 - পবিত্র বাইবেল10 সমুদ্র শুকিয়ে যাবার কারণ হয়েছিলে তুমি! তুমি গভীর জলাশয়ে জল শুকিয়ে দিয়েছিলে! সমুদ্রের অতলে পথ গড়ে উঠেছিল তোমার জন্যই! তোমার লোকরা নিরাপদে সমুদ্র পারাপার করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তুমিই কি সমুদ্র, মহাজলধির পানি শুকিয়ে ফেল নি, সমুদ্রের গভীর স্থানকে কি পথ কর নি, যেন মুক্তি পাওয়া লোকেরা পার হয়ে যায়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তুমিই কি সমুদ্রকে, সেই মহাজলধির জলরাশিকে শুষ্ক করোনি? যিনি সমুদ্রের গভীরে একটি পথ প্রস্তুত করেছিলেন, যেন মুক্তিপ্রাপ্ত লোকেরা তা পার হয়ে যায়? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তুমিই শুষ্ক করেছিলে মহাজলধির জলরাশি, তুমি উদ্ধার করেছিলে যাদের, সাগর পার করে তাদের আনবে বলে জাগিয়েছিলে পথ সাগরের বুকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তুমিই কি সমুদ্র, মহাজলধির জল শুষ্ক কর নাই, সমুদ্রের গভীর স্থানকে কি পথ কর নাই, যেন মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হইয়া যায়? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তুমি কি সমুদ্রের, বিশাল গভীরের জল শুকিয়ে ফেলনি এবং তুমি কি সমুদ্রের গভীর জায়গাকে রাস্তা তৈরী করনি যাতে তোমার মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হয়ে যায়? অধ্যায় দেখুন |