যিশাইয় 5:21 - পবিত্র বাইবেল21 ঐসব লোকরা নিজেদের খুব জ্ঞানী ও বুদ্ধিমান মনে করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 ধিক্ তাদেরকে, যারা নিজ নিজ চোখে জ্ঞানবান, নিজ নিজ দৃষ্টিতে বুদ্ধিমান! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 ধিক্ তাদের, যারা নিজেদের দৃষ্টিতেই জ্ঞানবান, যারা নিজেদের দৃষ্টিতে নিজেদের চতুর মনে করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমাদের সর্বনাশের দেরী নেই! তোমরা ভাব, তোমরা খুব জ্ঞানী আর বড় চালাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 ধিক্ তাহাদিগকে, যাহারা আপন আপন চক্ষে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 ধিক তাদেরকে, যারা নিজেদের চোখে জ্ঞানী ও নিজেদের বুদ্ধিতে বিচক্ষণ! অধ্যায় দেখুন |