যিশাইয় 47:3 - পবিত্র বাইবেল3 পুরুষরা তোমার গোপন অঙ্গ দেখবে, তোমাকে ব্যবহার করবে যৌনকর্মে। বাজে কাজ করার জন্য মূল্য দিতে বাধ্য করবে তোমাকে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমার নগ্নতা প্রকাশিত হবে, হ্যাঁ, তোমার লজ্জার বিষয় দৃশ্য হবে; ‘আমি প্রতিশোধ দেব, কারো অনুরোধ মানব না।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তোমার নগ্নতা প্রকাশিত হবে, তোমার লজ্জা আবৃত থাকবে না। আমি প্রতিশোধ গ্রহণ করব, কাউকে রেহাই দেব না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 প্রকাশ পাক তোমার নগ্নতা, মানুষ দেখুক অবমানিত ও লজ্জিত হয়েছ তুমি। গ্রহণ করব আমি এর প্রতিশোধ কেউ পারবে না রোধ করতে আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমার নগ্নতা প্রকাশিত হইবে, হাঁ, তোমার লজ্জার বিষয় দৃশ্য হইবে; ‘আমি প্রতিশোধ দিব, কাহারও অনুরোধ মানিব না।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তোমার নগ্নতা আঢাকা থাকবে, হ্যাঁ, তোমার লজ্জা দেখা যাবে। আমি প্রতিশোধ নেব এবং কাউকে বাদ দেবো না।” অধ্যায় দেখুন |