যিশাইয় 41:13 - পবিত্র বাইবেল13 আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি। এবং আমি তোমাকে বলি, ‘ভীত হবে না! আমি তোমাকে সাহায্য করব।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কেননা আমি মাবুদ তোমার আল্লাহ্ তোমার ডান হাত ধরে থাকব; তোমাকে বলবো, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, যিনি ধারণ করেন তোমার ডান হাত এবং তোমাকে বলেন, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি তোমায় দান করব শক্তি তুমি ভয় করো না, আমার সর্বজয়ী শক্তি তোমার সহায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব; তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কারণ আমি, সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আছি, তোমাকে বলছি, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব। অধ্যায় দেখুন |
“সুতরাং যাকোব, আমার ভৃত্যদের ভয় পেও না!” এই হল প্রভুর বার্তা। “ইস্রায়েল ভয় পেও না। আমি তোমাকে রক্ষা করব। রক্ষা করব বন্দীদের পরবর্তী উত্তরপুরুষদেরও। আমি তাদের নির্বাসন থেকে ফিরিয়ে আনব। আবার যাকোব শান্তি ফিরে পাবে। লোকরা তাকে আর বিরক্ত করবে না। সেখানে আর কোন শত্রু থাকবে না যাকে আমার লোকরা ভয় পাবে।