যিশাইয় 3:25 - পবিত্র বাইবেল25 সেই সময় তোমাদের পুরুষদের তরবারি দিয়ে হত্যা করা হবে। তোমাদের বীর যোদ্ধারা যুদ্ধে মারা যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তোমরা পুরুষেরা তলোয়ার দ্বারা ও তোমার শক্তিশালী লোকেরা যুদ্ধে মারা পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তোমার পুরুষেরা তরোয়ালের দ্বারা পতিত হবে, তোমার যোদ্ধাদের যুদ্ধে পতন হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 শহরের পুরুষেরা, এমন কি সর্বাপেক্ষা শক্তিশালী যে ব্যক্তি, সে-ও যুদ্ধে নিহত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তোমার পুরুষেরা খড়্গ দ্বারা, ও তোমার বিক্রমিগণ সংগ্রামে পতিত হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তোমার লোকেরা তরোয়ালের আঘাতে পতিত হবে এবং তোমার শক্তিশালী লোকেরা যুদ্ধে মারা পড়বে। অধ্যায় দেখুন |
জেরুশালেমে যারা বাস করে তারা মরবে। তারা মারা যাবে তরবারির আঘাতে, অথবা মহামারীতে অথবা অনাহারে। কিন্তু কেউ যদি জেরুশালেম থেকে বেরিয়ে গিয়ে বাবিল সৈন্যদের কাছে আত্মসমর্পণ করে তাহলে সে বেঁচে যাবে। পুরো শহরটাই বাবিলীয় সৈন্য ঘিরে রেখেছে। কেউ বাইরে যেতে পারবে না এবং শহরের ভেতর খাবার আনতে পারবে না। কিন্তু কেউ যদি বাইরে যায় এবং বাবিলের সৈন্যের কাছে আত্মসমর্পণ করে, সে তার জীবন রক্ষা করবে।