যিশাইয় 28:23 - পবিত্র বাইবেল23 যে বাণী আমি তোমাদের শোনাচ্ছি তা মন দিয়ে শোন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তোমরা কান দাও, আমার কথা শোন; কান দাও, আমার কালাম শোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তোমরা শোনো ও আমার কথায় কান দাও; মনোযোগ দাও ও আমি যা বলি তা শোনো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তোমরা আমার কথা শোন, আমি যা বলি শোন মন দিয়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তোমরা কাণ দেও, আমার রব শুন; কর্ণপাত কর, আমার বাক্য শুন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তোমরা কান দাও, আমার রব শোন; কান দাও, আমার কথা শোন অধ্যায় দেখুন |
এখন তোমরা সেই সব জিনিসের বিরুদ্ধে লড়াই করবে না। যদি তোমরা লড়াই কর তাহলে তোমাদের ঘিরে রাখা দড়িগুলির বাঁধন আরো শক্ত হয়ে উঠবে। যা আমি শুনেছি তা থাকবে অপরিবর্তিত। যে সব কথা আমি শুনেছি তা প্রভু সর্বশক্তিমান, পৃথিবীর শাসনকর্তার মুখ নিঃসৃত। তাই সে সব কথার কোন পরিবর্তন হবে না। তাঁর কথিত সমস্ত ব্যাপারই ঘটবে।