যিশাইয় 24:21 - পবিত্র বাইবেল21 সেই সময়ই প্রভু তাঁর বিচার শুরু করবেন। তিনি স্বর্গের স্বর্গীয় সেনাদের এবং পৃথিবীর পার্থিব রাজাদের বিচার করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 সেদিন মাবুদ আসমানে আসমানের বাহিনীগণকে ও দুনিয়াতে দুনিয়ার বাদশাহ্দেরকে প্রতিফল দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 সেদিন সদাপ্রভু, ঊর্ধ্বস্থ আকাশমণ্ডলের সমস্ত পরাক্রমকে ও নিচে পৃথিবীর সমস্ত রাজাকে দণ্ড দেবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সেইদিন সমাগত প্রায়, যেদিন প্রভু পরমেশ্বর ঊর্ধ্বলোক নিবাসী পরাক্রমশালীদের এবং মর্ত্যলোকবাসী শাসনকর্তাদের শাস্তি দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সেই দিন সদাপ্রভু ঊর্দ্ধলোকে ঊর্দ্ধলোকীয় সৈন্যসামন্তকে ও পৃথিবীতে পার্থিব রাজগণকে প্রতিফল দিবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 সেই দিন সদাপ্রভু উপরে ওপরের সৈন্যদল ও পৃথিবীর রাজাদের প্রতিফল দেবেন অধ্যায় দেখুন |