Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 23:16 - পবিত্র বাইবেল

16 “ওহে বেশ্যা, পুরুষরা তোমায় ভুলে গেছে। তুমি বীণা নিয়ে শহর পরিক্রমায় যাও। মধুর তালে বাজাও এবং তোমার গান মাঝে মাঝে গাও।। তাহলে লোকরা হয়তো তোমাকে আবার চিনতে পারবে।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 ‘হে ভুলে থাকা পতিতা, বীণা নিয়ে নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যাতে তোমাকে আবার স্মরণ করা যায়।’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 “ওহে ভুলে যাওয়া বেশ্যা, তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও; ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও, যেন তোমাকে স্মরণ করা হয়।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 ওগো বারবধূ, তুমি চলে গেছ আজ বিস্মৃতির আড়ালে! এবার বীণাখানি তব হাতে নাও তুলে। শহরের পথে পথে বেড়াও ঘুরে গাও গান সুমধুর বীণার মধুর ঝঙ্কারে জাগাতে স্মৃতি তব মানবের হৃদয় মাঝারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 ‘হে চিরবিস্মৃতে বেশ্যে, বীণা লইয়া নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যেন আবার স্মৃতিপথে আসিতে পার।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 হে ভুলে যাওয়া বেশ্যা, বীণা নিয়ে শহরে ঘুরে বেড়াও। সুন্দর করে এটা বাজাও, অনেক গান কর যাতে তোমাকে মনে করা যায়।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 23:16
6 ক্রস রেফারেন্স  

তোমরা বহু দেশের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলে কিন্তু তোমাদের দিকে তারা প্রয়োজনের সময় ফিরেও তাকায়নি। তোমাদের ‘বন্ধুরা’ তোমাদের ভুলে গিয়েছে। আমি তোমাদের শত্রুর মতো কঠিন আঘাত করেছিলাম। আমি তোমাদের কঠোর শাস্তি দিয়েছিলাম। তোমরা বহু মারাত্মক পাপ করেছিলে বলে তোমাদের সঙ্গে আমি ঐ ব্যবহার করেছি।


লোকরা প্রায় 70 বছর পর্যন্ত সোরকে ভুলে থাকবে। (এটা কোন রাজার রাজত্ব কালের সীমা।) 70 বছর পর সোরের অবস্থা ঠিক এই গানের মধ্যে বেশ্যার মত হবে:


সত্তর বছর পর, প্রভু সোরকে স্মরণ করবেন এবং তাকে তাঁর সিদ্ধান্ত জানাবেন। সোর আবার আগের মতো ব্যবসা শুরু করবে। সোর পৃথিবীর সমস্ত জাতির সঙ্গে বেশ্যাবৃত্তিতে প্রশ্রয় দেওয়া একটি বেশ্যার মত হবে।


আমি তোমার আনন্দের গান থামিয়ে দেব, লোকে আর তোমার বীণার শব্দ শুনতে পাবে না।


নীনবীর জন্যই এইসব কিছু ঘটেছে। নীনবী ঠিক যেন বেশ্যার মতো যে কখনোই যথেষ্ট কিছু পায়নি। সে আরো আরো চেয়েছে। সে নিজেকে বহু জাতির কাছে বিক্রী করে দিয়েছিল। তার মায়াবী যাদু দিয়ে সে তাদের তার দাস বানিয়ে ফেলেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন