যিশাইয় 22:2 - পবিত্র বাইবেল2 অতীতে এই শহরটা খুব ব্যস্ত শহর ছিল। এই শহর ছিল শব্দমুখর এবং সুখী। কিন্তু এখন সব কিছুর পরিবর্তন হয়েছে। তোমার লোকরা তরবারির আঘাত ছাড়াই নিহত হচ্ছে। যুদ্ধ না করেও মারা পড়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হে কলরবপূর্ণ, কোলাহল-যুক্ত নগরী, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতরা তলোয়ারে আহত নয়, তারা যুদ্ধে মৃত নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর, ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী? তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি, তারা কেউ যুদ্ধেও মরেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 সমগ্র নগরী মত্ত কোলাহলে পূর্ণ হয়েছে, সকলে উত্তেজনা ও কলরবে অধীর। নগরীর লোকেরা, যারা যুদ্ধে নিহত হয়েছে, তারা কিন্তু যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করে নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 হে কলরবপূর্ণ, কোলাহলযুক্ত নগরি, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতগণ খড়্গহত নয়, তাহারা যুদ্ধে মৃত নয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 হে কোলাহলপূর্ণ শহর, হে আনন্দময় পূর্ণ শহর, তোমার মৃত লোকেরা তো তরোয়ালের আঘাতে মরেনি এবং তারা যুদ্ধেও মরেনি। অধ্যায় দেখুন |
নীনবী এখন খুব গর্বিত। এটি একটি সুখী নগর। নগরের জনসাধারণ ভাবছে তারা নিরাপদে আছে। তারা ভাবছে, পৃথিবীর মধ্যে নীনবীই হচ্ছে সেই মহান জায়গা। কিন্তু এই দেশটি ধ্বংস হবে। নগরটি এমন একটি খালি জায়গা হয়ে যাবে যেখানে বন্য প্রাণীরাই বিশ্রাম নিতে যায়। লোকেরা যারা ঐ জায়গা দিয়ে যাবে তারা যখন দেখতে পাবে কি বিশ্রীভাবে ঐ শহরটি ধ্বংস হয়েছিল তখন তারা শিষ দেবে আর অবাক হয়ে মাথা নাড়াবে।