যিশাইয় 21:12 - পবিত্র বাইবেল12 প্রহরী উত্তর দিল, “সকাল আসছে। কিন্তু তারপর আবার রাত আসবে। এরপরও যদি তোমার কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে ফিরে এসো, তখন আবার জিজ্ঞাসা করবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 প্রহরী, রাত কত? প্রহরী বললো, সকাল আসছে এবং রাত আসছে, যদি আবার জিজ্ঞাসা করতে চাও, তবে জিজ্ঞাসা করো; ফিরে এসো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 প্রহরী উত্তর দিল, “সকাল হয়ে আসছে, কিন্তু রাতও আসছে। তুমি যদি জিজ্ঞাসা করতে চাও, তো জিজ্ঞাসা করো এবং আবার ফিরে এসো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আমি বললাম, ভোর হয়ে আসছে, কিন্তু আবার রাত আসছে। তখন যদি আবার জানতে চাও, তাহলে ফরে এসে আবার জিজ্ঞাসা করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 প্রহরি, রাত্রি কত? প্রহরী বলিল, প্রাতঃকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে, যদি জিজ্ঞাসা করিবে, তবে জিজ্ঞাসা করিও; ফিরিয়া আসিও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 পাহারাদার উত্তর দিল, “সকাল হয়ে আসছে এবং রাতও আসছে। যদি তুমি জিজ্ঞাসা কর, তবে জিজ্ঞাসা করো, ফিরে এসো।” অধ্যায় দেখুন |
“তুমি তাদের বলবে, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: আমার জীবনের দিব্য, কোন লোকের মৃত্যুতে আমি কোন আনন্দ অনুভব করি না; এমনকি একজন দুষ্ট লোকের মৃত্যুতেও নয়। আমি চাই না যে তারা মারা যাক্। আমি চাই যেন ঐ দুষ্ট লোকেরা ফিরে আসে। আমি চাই যে তারা তাদের জীবন ধারার পরিবর্ত্তন করুক এবং একটি সত্যিকারের জীবনযাপন করুক! তাই আমার কাছে ফিরে এস! মন্দ কাজ করা থেকে বিরত হও! ওহে ইস্রায়েলের পরিবার, তোমরা কেন মরবে?’