Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 14:17 - পবিত্র বাইবেল

17 এ কি সেই ব্যক্তি যে নগরের পর নগর ধ্বংস করে তাকে মরুভূমিতে পরিণত করত? এ কি সেই ব্যক্তি যে যুদ্ধবন্দী লোকদের বাড়ি ফিরতে দিত না?”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 জগৎকে নির্জন স্থানের মত করতো, দুনিয়ার সমস্ত নগর উৎপাটন করতো, বন্দীদেরকে বাড়ি যেতে দিত না?’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 সেই লোক, যে জগৎকে মরুভূমি করে তুলেছিল, যে তার নগরগুলিকে উৎখাত করেছিল ও তার বন্দিদের স্বগৃহে ফিরে যেতে দেয়নি?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 এই ব্যক্তিই না নগর-জনপদ ধ্বংস করে পৃথিবীকে পরিণত করেছে ঊষর মরুতে? এই ব্যক্তিই না বন্দীদের মুক্তি দেয় নি কোনদিন ফিরে যেতে দেয় নি তাদের মাতৃ-ভূমিতে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 জগৎকে নির্জ্জন স্থানের ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দিদিগকে বাটী যাইতে দিত না?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 যে পৃথিবীকে মরুভূমি করত, যে শহরগুলোকে উলটে দিত এবং বন্দীদের বাড়ি যেতে দিত না?

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 14:17
14 ক্রস রেফারেন্স  

আগুন তাদের সামনে গ্রাস করবে এবং অগ্নিশিখা তাদের পশ্চাতে জ্বলবে। তাদের সামনের দেশ হবে যেন এক এদোন উদ্যান। কিন্তু তাদের পশ্চাতে দেশ যেন শূন্য মরুভূমি। কোন কিছুই তাদের এড়িয়ে যাবে না।


কিন্তু আমি তোমাদের বিরুদ্ধে আমার হাত ওঠাব এবং তোমাকে ও তোমার লোকদের শাস্তি দেব, তা তারা যেখানেই থাকুক না কেন। আমি তোমার দেশ ধ্বংস করব আর তা দিব্লা মরুভূমির থেকেও শূন্য হবে। তখন তারা জানবে যে আমিই প্রভু!”


আপনার পবিত্র শহরগুলি পরিত্যক্ত। সেই শহরগুলি এখন মরুভূমির মতো। সিয়োনও একটা মরুভূমি! জেরুশালেম ধ্বংসপ্রাপ্ত!


“আমি তোমাদের জানাবো কোন ধরণের বিশেষ দিন আমি চাই, এটা লোকদের মুক্ত করার দিন। আমি একটা দিন চাই যেদিন তোমরা লোকদের তাদের বোঝার ভার থেকে মুক্তি দেবে। আমি চাই একটা দিন, যে দিন তোমরা লোককে কষ্ট মুক্ত করবে। আমি চাই একটা দিন যেদিন তোমরা মানুষের বোঝা নামিয়ে দেবে।


আমি কোরসকে তার ক্ষমতা দিয়েছি, তাই সে ভাল কাজ করবে। আমি তার কাজ সহজ করে দেব। কোরস আবার আমার শহর গড়ে তুলবে এবং আমার লোকদের মুক্ত করবে। সে আমার লোকদের আমার কাছে বিক্রী করবে না। এইসব কাজের জন্য আমাকে কাউকে কোন মূল্য দিতে হবে না। লোকরা মুক্ত হবে এবং আমাকে কাউকে উৎ‌কোচ দিতে হবে না। প্রভু সর্বশক্তিমান এইসব কিছু বলেছেন।”


লোকরা তোমাকে দেখে তোমার কথা ভাববে এবং দেখবে তুমি শুধুই একটা মৃতদেহ। তারা দেখবে যে তুমি একটি শবদেহের চেয়ে বেশী কিছু নও এবং বলবে, “এ-ই কি সেই একই ব্যক্তি যে পৃথিবীর সমস্ত রাজ্যের প্রচণ্ড ভয়ের কারণ ছিল?


পৃথিবীর সব রাজা সসম্মানে মারা গেছেন। প্রত্যেক রাজারই নিজস্ব সমাধি রয়েছে।


প্রভু সর্বশক্তিমান বলেন: “ইস্রায়েল এবং যিহূদার লোকরা হল দাস। শত্রুরা তাদের নিয়ে গিয়েছিল এবং শত্রুরা ইস্রায়েলের লোকদের যেতে দেয়নি।


বাবিলে লোকরা অন্যান্য লোকদের ভয় দেখাবে। বাবিলবাসীরা যা চায় তাই করবে এবং যেখানে যেতে চাইবে সেই খানেই যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন