যিরমিয় 52:9 - পবিত্র বাইবেল9 বন্দী সিদিকিয়কে রিব্লা শহরে বাবিলের রাজার কাছে হাজির করানো হয়। হমাৎ দেশেই রিব্লা শহর। এখানে বাবিলের রাজা সিদিকিয়ের শাস্তি নির্ধারণ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তখন তারা বাদশাহ্কে ধরে হমাৎ দেশস্থ রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল, পরে তিনি তাঁর দণ্ডবিধান করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আর তিনি ধৃত হলেন। তাঁকে ধরে হমাৎ দেশের রিব্লায় ব্যাবিলনের রাজার কাছে নিয়ে যাওয়া হল। সেখানে তিনি তাঁর শাস্তি ঘোষণা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সিদিকিয়কে নিয়ে যাওয়া হল নেবুকাডনেজারের কাছে। নেবুকাডনেজার তখন হমাৎ অঞ্চলের রিবলা নগরীতে ছিলেন। সেখানে তিনি সিদিকিয়কে দণ্ড দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তখন তাহারা রাজাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল, পরে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তখন তারা রাজাকে ধরে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল, পরে তিনি তার শাস্তি দিলেন। অধ্যায় দেখুন |
সেদিন মন্দিরে থেকে রাজা শলোমন ও ইস্রায়েলের লোকরা এইভাবে ছুটি উদ্যাপন করেছিল। উত্তরে হমাতের প্রবেশ দ্বার থেকে দক্ষিণে মিশর পর্যন্ত ইস্রায়েলের সমস্ত বাসিন্দাই সেদিন সেখানে উপস্থিত ছিল। তারা সাতদিন ধরে পানাহার, উৎসব ও স্ফূর্তির মধ্যে দিয়ে প্রভুর সঙ্গে সময় কাটাল। তারপর আরো সাতদিন সেখানে থাকল। অর্থাৎ একটানা 14 দিন ধরে তারা উৎসব করল।
ঐটি ঘটবার পর, প্রভু বললেন, “‘আমি বাবিলের রাজা নবূখদ্রিৎসরের হাতে যিহূদার রাজা সিদিকিয় ও তার মন্ত্রী মণ্ডলীকে তুলে দেব। জেরুশালেমে যারা মহামারী, যুদ্ধ এবং অনাহারের পরও জীবিত থাকবে তাদেরও আমি তুলে দেব নবূখদ্রিৎসরের হাতে। রাজা নবূখদ্রিৎসরের সেনাবাহিনী যিহূদার লোককে হত্যা করতে চাইবে। তাই যিহূদা এবং জেরুশালেমের লোক মারা যাবে তরবারির আঘাতে। নবূখদ্রিৎসর অবশ্য কোন দয়া দেখাবে না। সে ঐ লোকদের জন্য কোন রকম দুঃখও অনুভব করবে না।’