যিরমিয় 51:31 - পবিত্র বাইবেল31 একজন বার্তাবাহককে অন্য জন অনুসরণ করছে। বার্তাবাহকরাই বার্তাবাহকদের অনুসরণ করছে। তারা বাবিলের রাজাকে বলে যে তার সমগ্র শহর অধিকৃত হয়ে গিয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 এক ধাবক অন্য ধাবকের কাছে ধাবিত হচ্ছে, বার্তাবহ বার্তাবহের কাছে যাচ্ছে, যেন ব্যাবিলনের বাদশাহ্কে এই বার্তা দেওয়া হয় যে, তার নগরের চারদিক অন্যেরা দখল করে নিল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 একের পর এক সংবাদদাতারা আসছে, এক দূতের পিছনে আর এক দূত আসছে, যেন ব্যাবিলনের রাজাকে সংবাদ দিতে পারে, যে তার সমগ্র রাজ্য অধিকৃত হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 একের পর এক দূত ছুটে যাচ্ছে ব্যাবিলনরাজের কাছে এই সংবাদ নিয়ে, যে তাঁর নগরী ব্যাবিলন ভেঙ্গে পড়েছে চারিদিক থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 ধাবক ধাবকের কাছে, ধাবিত হইতেছে, বার্ত্তাবহ বার্ত্তাবহের কাছে যাইতেছে, যেন বাবিল-রাজকে এই বার্ত্তা দেওয়া হয় যে, তাহার নগর চারিদিকে পরহস্তগত হইল; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 সংবাদদাতার প্রচার করার জন্য অন্য সংবাদদাতার কাছে এবং দূতের অন্য দূত কাছে চলেছে, যেন বাবিলের রাজার কাছে খবর দেওয়া যায় যে, তার শহরটাই অধিকার করা হয়েছে। অধ্যায় দেখুন |