Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 5:16 - পবিত্র বাইবেল

16 তাদের তীরের থলিগুলি খোলা কবরের মতো। তারা সবাই বলবান সৈন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তাদের তূণ খোলা কবরের মত, তারা সকলে বীর পুরুষ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তাদের তূণগুলি যেন খোলা কবর; তারা সবাই শক্তিশালী যোদ্ধা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তাদের ধনুর্ধরেরা শক্তিমান যোদ্ধা, নির্মমভাবে তারা মানুষকে হত্যা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তাহাদের তূণ খোলা কবরের ন্যায়, তাহারা সকলে বীর পুরুষ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তাদের তির রাখার জায়গা খোলা কবরের মত। তারা সবাই যোদ্ধা।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 5:16
7 ক্রস রেফারেন্স  

এই শত্রুদের তীর ধারালো হবে। তাদের সব ধনুকগুলি তীর ছোঁড়ার জন্য প্রস্তুত থাকবে। তাদের ঘোড়ার পায়ের পাতা হবে চক্মকি পাথরের মতো শক্ত। তাদের রথের চাকায় ধূলিঝড় উঠবে।


লোকজন সত্যি কথা বলে না। তারা মিথ্যাবাদী, সত্যকে বিকৃত করে। তাদের মুখ শূন্য কবরের মত। তারা অন্য লোকদের ভালো ভালো কথা বলছে, তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে।


“তাদের মুখ এক উন্মুক্ত কবর; জিভ দিয়ে তারা ছলনার কথা বলে।” “তাদের বাক্যে সাপের বিষ ঢালা।”


তীরন্দাজরা যুবকদের হত্যা করবে। শিশুদের তারা ক্ষমা করবে না। তারা ছোট ছোট ছেলেমেয়েদের প্রতিও করুণা করবে না।


আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন। তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন।


প্রভু যা বললেন তা হল: “উত্তর দিক থেকে সৈন্যদল আসছে। এই বিশাল দেশ উত্তরের বহুদূর থেকে এগিয়ে আসছে।


সৈন্যরা বয়ে আনছে তীরধনুক এবং বর্শা। তারা প্রচণ্ড নিষ্ঠুর। প্রবল শক্তিশালী। তারা ঘোড়ায় ছুটে আসছে সমুদ্রের মতো গর্জন করতে করতে। সিয়োন কন্যা, ঐ সেনারা তোমাকেই আক্রমণ করতে আসছে।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন