Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 49:21 - পবিত্র বাইবেল

21 ইদোমদের পতনের শব্দে পৃথিবী কেঁপে উঠবে। তাদের কান্না সেই সূফ সাগর পর্যন্ত শোনা যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 দুনিয়া তাদের পতনের শব্দে কাঁপছে, লোহিত সাগর পর্যন্ত কান্নার আওয়াজ শোনা যাচ্ছে!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 তাদের পতনের কারণে সমস্ত পৃথিবী কম্পিত হবে; তাদের কান্না লোহিত সাগর পর্যন্ত প্রতিধ্বনিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 ইদোমের পতনের সময় এমন কোলাহল হবে যে সারা পৃথিবী কেঁপে উঠবে এবং সূফ সাগর পর্যন্ত শোনা যাবে মানুষের ভয়ার্ত চীৎকার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 পৃথিবী তাহাদের পতনের শব্দে কাঁপিতেছে, সূফ সাগর পর্য্যন্ত ক্রন্দনের রব শুনা যাইতেছে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তাদের পতনের শব্দে পৃথিবী কাঁপে; তাদের কান্না লোহিত সাগর পর্যন্ত শোনা যায়।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 49:21
6 ক্রস রেফারেন্স  

বাবিলের পতন হবে। এবং সেই পতনে পৃথিবী কেঁপে উঠবে। সমস্ত জাতির লোকরা বাবিলের এই ধ্বংসের কথা শুনবে।


তার যন্ত্রণার ভয়াবহতা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে বলবে: ‘হায়! হায়! হে মহান নগরী! ও শক্তিশালী বাবিল নগরী! এক ঘন্টার মধ্যেই তোমার ওপর শাস্তি নেমে এল!’


উপজাতি তোমায় দেখে অবাক হয়ে যাবে। আমি যখন আমার তরবারিটি তাদের সামনে দোলাব তখন তারা তোমার দরুণ ভয়ে কাঁপবে। তোমার পতনের দিনে, প্রতি মুহুর্তে রাজারা ভয়ে কাঁপবে, প্রত্যেকে তার নিজের জীবনের জন্য ভীত হবে।”


তরবারি শাণিত হও! ডানদিকে ছেদ কর। সোজাসুজি কেটে চল, বাম দিকে ছেদ কর। তোমার তরবারি যে দিকে চায় যাক!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন