Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:22 - পবিত্র বাইবেল

22 বিচার দণ্ড উপস্থিত হয়েছে দীবোন, নবো এবং বৈৎ‌-দিব্লাথয়িম শহরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 হোলন, যহস, মেফাৎ, দীবোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 দীবোন, নেবো ও বেথ-দিব্লাথয়িমে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 হোলন, যহস, মেফাৎ, দীবোন, নবো,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 দীবোন, নবো, বৈৎ-দিব্লাথয়িম,

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:22
9 ক্রস রেফারেন্স  

“তোমরা দীবোনের লোকরা, তোমাদের শ্রদ্ধার জায়গা থেকে নেমে এসো। কারণ ধ্বংসকারী আসছে। সে এসে তোমাদের সমস্ত শক্তিশালী শহরগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দেবে।


দীবোন-গাদ ত্যাগ করে অল্মোন-দিব্লাথয়িমে শিবির স্থাপন করেছিল।


কিন্তু আমি তোমাদের বিরুদ্ধে আমার হাত ওঠাব এবং তোমাকে ও তোমার লোকদের শাস্তি দেব, তা তারা যেখানেই থাকুক না কেন। আমি তোমার দেশ ধ্বংস করব আর তা দিব্লা মরুভূমির থেকেও শূন্য হবে। তখন তারা জানবে যে আমিই প্রভু!”


মোয়াব দেশ সম্বন্ধে হল এই বার্তা। প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বলেন: “নবো পর্বতের জন্য খুব খারাপ হবে। নবো পর্বত ধ্বংস হয়ে যাবে। কিরিয়াথয়িমকে অপদস্থ করা হবে এবং তাকে দখল করা হবে। ঐ শক্তিশালী জায়গাটিকে অবদমিত ও ধ্বংস করা হবে।


গাদের লোকরা দীবোন, অটারোৎ‌‌ ও অরোয়ের এবং


কিন্তু আমরা সেই ইমোরীয়দের পরাজিত করলাম। হিষ্বোন থেকে দীবোন পর্যন্ত, মেদবার কাছে নাশিম থেকে নোফঃ পর্যন্ত তাদের শহরগুলোকেও আমরা ধ্বংস করেছি।”


রাজার পরিবার এবং দীবন শহরের লোকরা কান্নাকাটি করার জন্য উচ্চ স্থানে যাচ্ছে। মোয়াবের লোকরা নবো ও মেদবা শহরের জন্য কাঁদছে। সকলে তাদের শোকপ্রকাশের জন্য তাদের মাথা ও দাড়ি কামিয়ে ফেলেছে।


উচ্চসমতল ভূমির লোকরাও শাস্তি পাবে। হোলন, যহস, মেফাৎ‌ শহরে শাস্তির বিধান এসে গিয়েছে।


বিচার দণ্ড উপস্থিত হয়েছে কিরিয়াথয়িম, বৈৎ‌গামূল এবং বৈৎ‌-মিয়োন শহরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন