যিরমিয় 48:21 - পবিত্র বাইবেল21 উচ্চসমতল ভূমির লোকরাও শাস্তি পাবে। হোলন, যহস, মেফাৎ শহরে শাস্তির বিধান এসে গিয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর বিচার-দণ্ড উপস্থিত হল, সমভূমির উপরে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 সমভূমিতে বিচারদণ্ড এসে গেছে— হোলন, যহস ও মেফাতে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21-25 দণ্ড নেমে এসেছে সমতলভূমির উপরেও। দণ্ড নেমে এসেছে হোলন, যহস, মেফাৎ, দীবোন, নবো, বেথ-দিবলাথয়িম, বেথ-মিয়োন, করিয়োথ, বসরা ইত্যাদি মোয়াবের সমস্ত নগরের উপর। মোয়াবের বাহুবল খর্ব করা হয়েছে, বিনষ্ট করা হয়েছে তার গরিমা। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর বিচার দণ্ড উপস্থিত হইল, সমভূমির উপরে, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 শাস্তি উপস্থিত হয়েছে সমভূমি, হোলন, যহস, মেফাৎ, অধ্যায় দেখুন |
অতএব, আমি আমার নামে শপথ করে বলছি যে, সদোম এবং ঘমোরার মতো মোয়াব এবং অম্মোনবাসীরা ধ্বংস হবে। আমিই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর এবং আমি প্রতিশ্রুতি করেছি যে চিরকালের জন্য ঐ দেশগুলিকে ধ্বংস করব। ঐ দেশগুলি কাঁটায় ভরে যাবে। তাদের দেশ একটি লবণের গহবরে পরিনত হবে। জীবিত অবস্থায় পালিয়ে আসা আমার লোকেরা সেই দেশটাকে এবং যেসব সম্পদ তার মধ্যে রয়ে গেছে তাও নিয়ে নেবে।”