যিরমিয় 47:3 - পবিত্র বাইবেল3 তারা শুনতে পাবে ছুটন্ত ঘোড়ার ক্ষুরের শব্দ। শুনতে পাবে তীব্র গতিতে ছুটে আসা রথের চাকার শব্দ। পিতারা তাদের সন্তানদের রক্ষা করতে পারবে না। তারা এত দুর্বল হয়ে পড়বে যে সাহায্য করার শক্তিও তাদের মধ্যে অবশিষ্ট থাকবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 দুশমনের বলবান ঘোড়াগুলোর খুরের শব্দে, রথের ঘর্ঘর ধ্বনিতে, চাকার শব্দে পিতাদের হাত অবশ হয়ে যাবার ফলে তাদের বালকদের প্রতিও ফিরে দেখবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 দ্রুততম গতিতে ছুটে আসা অশ্বদের খুরের শব্দে, শত্রুপক্ষের রথসমূহের কোলাহলে ও তাদের চাকাগুলির ঘরঘরানিতে। বাবারা তাদের সন্তানদের সাহায্য করতে ফিরে আসবে না, তাদের হাতগুলি অবশ হয়ে ঝুলে থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তারা শুনবে অশ্বখুরের আওয়াজ, আর ধাবমান রথের শব্দ, শুনবে রথচক্রের ঘর্ঘর ধ্বনি। এ মহাসঙ্কটে আতঙ্কে বিহ্বল পিতারা ভুলে যাবে আপন সন্তানদের প্রতি কর্তব্যের কথা, নিজেকে বাঁচাতে ফিরেও তাকাবে না তাদের দিকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 শত্রুর বলবান অশ্বদের খুরের খটখটানিতে, রথের ঘর্ঘরাণিতে, চক্রের শব্দে পিতারা হস্তের অবশতা প্রযুক্ত আপন আপন বালকদের প্রতিও ফিরিয়া দেখিবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 শত্রুর শক্তিশালী ঘোড়ার খুরের খটাখট শব্দ, রথের গর্জন এবং তাদের চাকার শব্দে বাবারা তাদের দুর্বলতার জন্য ছেলে মেয়েদের সাহায্য করবে না। অধ্যায় দেখুন |