যিরমিয় 43:7 - পবিত্র বাইবেল7 প্রভুর বারণ না শুনে তারা গিয়ে উঠল মিশরের উত্তর পূর্বাঞ্চলের তফন্হেষ শহরে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কারণ তারা মাবুদের কথা মান্য না করে তফন্হেষ পর্যন্ত গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 এভাবে তারা সদাপ্রভুর বাক্যের প্রতি অবাধ্য হয়ে মিশরে প্রবেশ করল এবং তফন্হেষ পর্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করে তারা মিশরে চলে গেল এবং তফনহেষে গিয়ে পৌঁছাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কারণ তাহারা সদাপ্রভুর রবে অবধান করিল না। তাহারা তফন্হেষ পর্য্যন্ত গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তারা মিশর দেশে তফনহেষ পর্যন্ত গেল, কারণ তারা সদাপ্রভুর কথা শোনে নি। অধ্যায় দেখুন |
যোহানন এবং তার সেনা প্রধানরা কল্দীয়দের ভয়ে ভীত হয়ে পড়েছিল। গদলিয় যিহূদার রাজ্যপাল হিসেবে বাবিলের রাজা নবূখদ্রিৎসর দ্বারা নিযুক্ত হয়েছিল, কিন্তু পরে ইশ্মায়েল তাকে হত্যা করে। তাই যোহানন ভেবেছিল যে এই খবর পেয়ে কল্দীয়রা রেগে যাবে। কারণ ইশ্মায়েল তাদের পরিচিত। তাই তারা দ্রুত মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। মিশর যাওয়ার পথে বৈৎলেহেম শহরের কাছে গেরুথ কিমহমের যে সরাইখানা আছে সেখানে তারা থেকে গিয়েছিল।