যিরমিয় 41:4 - পবিত্র বাইবেল4-5 গদলিয় নিহত হবার পরের দিন 80 জন মানুষ মিস্পা শহরে এসেছিল। তারা প্রভুর উপাসনালয়ে এসেছিল শস্য নৈবেদ্য ও হোমবলি নিয়ে। ঐ 80 জন মানুষ তাদের দাড়ি কামিয়ে ফেলেছিল, তাদের জামাকাপড় ছিঁড়ে ছিল এবং তাদের নিজেদের ক্ষতবিক্ষত করেছিল। ঐ লোকরা এসেছিল শিখিম, শীলো এবং শমরিয়া থেকে। তাদের মধ্যে কেউই জানতো না যে গদলিয় নিহত হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 গদলিয়কে হত্যা করার পরের দিন কেউই সেই বিষয়টি না জানবার আগেই, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 গদলিয়ের হত্যার পরের দিন, কেউ কিছু জানার আগেই, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পরের দিন তখনও গদলিয়ের হত্যার সংবাদ জানাজানি হয়নি, সেইসময় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সে গদলিয়কে বধ করিলে পর অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তারপর সেটা ছিল গদলিয় হত্যার দ্বিতীয় দিন, কিন্তু কেউ তা জানত না। অধ্যায় দেখুন |