যিরমিয় 39:13 - পবিত্র বাইবেল13 সুতরাং নবূষরদন, নবূখদ্রিৎসরের বিশেষ রক্ষীদের প্রধান, বাবিলের বিশেষ রক্ষসুদর মুখ্য আধিকারিক নবূশস্বন, উচ্চপদস্থ রাজকর্মচারী নের্গল-শরেৎসর এবং অন্যান্য উচ্চপর্যায়ের আধিকারিকদের যিরমিয়র সন্ধানে পাঠানো হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 অতএব নবূষরদন রক্ষক-সেনাপতি, প্রধান নপুংসক নবূশস্বন ও প্রধান গণক নের্গল-শরেৎসর এবং ব্যাবিলনের বাদশাহ্র সমস্ত প্রধানবর্গ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তাই রক্ষীদলের সেনাপতি নবূষরদন, একজন প্রধান আধিকারিক নবুশাস্বন, একজন উচ্চপদস্থ কর্মচারী নের্গল-শরেৎসর ও ব্যাবিলনের রাজার অন্যান্য সমস্ত কর্মচারীকে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তখন সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন ব্যাবিলন রাজের উচ্চপদস্থ কর্মচারী নেবুশস্বন ও নেরগল-শরেৎসরকে সঙ্গে নিয়ে প্রাসাদ রক্ষীদের প্রাঙ্গণ থেকে আমাকে উদ্ধার করে আনল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 অতএব নবূষরদন রক্ষক-সেনাপতি, প্রধান নপুংসক নবূশস্বন ও প্রধান গণক নের্গল-শরেৎসর এবং বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তাই দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন, নবূশস্বন নামে একজন নপুংসক, নের্গল-শরেৎসর নামে একজন প্রধান কর্মচারী ও বাবিলের রাজার অন্য সমস্ত প্রধান কর্মচারীরা লোক পাঠালেন। অধ্যায় দেখুন |
তারা যিরমিয়কে উপাসনালয় চত্বরে খুঁজে পেয়েছিল। সেখানে তাকে নজরবন্দী করে রেখেছিল যিহূদার রাজার রক্ষীরা। ঐ আধিকারিকরা যিরমিয়কে গদলিয়ের হাতে তুলে দিয়েছিল। গদলিয় ছিল অহীকামের পুত্র এবং শাফনের পৌত্র। গদলিয়কে নির্দেশ দেওয়া ছিল যিরমিয়কে তার নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং যিরমিয় তার নিজের বাড়িতে পরিবারের কাছে ফিরে এসেছিল।