যিরমিয় 26:17 - পবিত্র বাইবেল17 তখন শীর্ষস্থানীয় কিছু নেতা উঠে দাঁড়িয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তখন দেশের প্রাচীনদের মধ্যে কয়েকজন উঠে লোকদের সমস্ত সমাজকে বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 দেশের কোনো কোনো প্রাচীন সামনে এগিয়ে এসে জমায়েত হওয়া সব লোককে বললেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 এরপর প্রবীণদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়িয়ে সমবেত জনতাকে বলল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তখন দেশের প্রাচীনবর্গের মধ্যে কয়েক জন উঠিয়া লোকদের সমস্ত সমাজকে কহিলেন, যিহূদা-রাজ হিষ্কিয়ের সময়ে মোরেষ্টীয় মীখা ভাববাণী বলিতেন; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তখন সেই দেশের প্রাচীনেরা উঠে এলেন এবং সম্পূর্ণ মণ্ডলীর লোকেদের সাথে কথা বললেন। অধ্যায় দেখুন |
তাঁরা বললেন, “মোরেষ্টীয় শহরে মীখা নামের ভাববাদী ছিলেন। মীখা যখন ভাববাদী ছিলেন, তখন যিহূদার রাজা ছিলেন হিষ্কিয়। যিহূদার লোকদের মীখা এই কথাগুলি বলেছিলেন: সর্বশক্তিমান প্রভু বলেছেন: ‘সিয়োন ধ্বংস হয়ে যাবে। এটা কৃষিক্ষেত্রে পরিণত হবে। জেরুশালেম পরিণত হবে একটি পাথরের স্তূপে। মন্দিরের চূড়া হয়ে যাবে একটি মাটির ঢিবি, ঝোপঝাড়ে আবৃত।’