যিরমিয় 25:8 - পবিত্র বাইবেল8 প্রভু সর্বশক্তিমান যা বলেন তা হল, “তোমরা আমার কথাগুলো শোননি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 অতএব বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তোমরা আমার কালাম শোন নি, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা যেহেতু আমার কথা শোনোনি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8-9 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যেহেতু তোমরা আমার কথা শোননি, তাই আমি উত্তর দেশ থেকে জাতিবৃন্দকে ডাকছি এবং আমার সেবক, ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারকে আনতে পাঠাচ্ছি। যিহুদীয়া ও তার অধিবাসীদের বিরুদ্ধে এবং তার প্রতিবেশী জাতিগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তাদের আনছি। এই জাতি ও তার প্রতিবেশীদের আমি ধ্বংস করতে চলেছি এবং সেই ধ্বংসস্তূপের মাঝে তাদের পরিত্যাগ করতে চলেছি। এ হবে এক ভয়ঙ্কর মর্মন্তুদ দৃশ্য। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 অতএব বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 সেইজন্য বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা আমার কথা শোনো নি, অধ্যায় দেখুন |
তাই শীঘ্রই উত্তরের সমস্ত পরিবারগোষ্ঠীকে এবং বাবিলের রাজা নবূখদ্রিৎসরকে যিহূদার লোকদের বিরুদ্ধে পাঠাব। নবূখদ্রিৎসর হল আমার অনুচর। আমি তাদের যিহূদার চার পাশের সমস্ত জাতির বিরুদ্ধে আনব। আমি যিহূদা ও তার চারপাশের সমস্ত দেশগুলিকে ধ্বংস করব এবং তাদের একটি চিরকালীন শূন্য মরুভূমিতে পরিণত করব। মানুষ শিস দিতে দিতে দেখবে কিভাবে সেই সব দেশ ধ্বংস হবে।
যাকোব ও ইস্রায়েল থেকে লোকদের ধনসম্পদ নিতে কে দিয়েছিল? প্রভুই তাদের এসব কাজ করার অনুমতি দিয়েছিলেন। আমরা প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছিলাম। তাই প্রভু আমাদের ধনসম্পদ নিয়ে নিতে লোকদের অনুমতি দিয়েছিলেন। ইস্রায়েলের লোকরা প্রভুর বিধির প্রতি মনোযোগ দেয় নি। প্রভু যে ভাবে চেয়ে ছিলেন সে ভাবে ইস্রায়েলের লোকরা জীবনযাপন করেনি।